ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৩:২৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১৩:৩১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কথিত এক গাইনি চিকিৎসকের ভুল চিকিৎসায় আসমা আক্তার নামে এক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। মৃত গৃহবধূ আসমা আক্তার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার শিমুলতলা গ্রামের ফুল মিয়ার মেয়ে।

নিহতের পরিবার জানায়, বুধবার সকালে আসমা আক্তারের প্রসব ব্যথা শুরু হয়। এ সময় সন্তান প্রসব করানোর জন্য গাইনি প্রশিক্ষণপ্রাপ্ত বিউটি আক্তারকে নতুন ব্রিজ এলাকা থেকে নিয়ে যাওয়া হয় আসমার বাড়িতে। সেখানে তিনি আসমার স্বাভাবিক প্রসবের চেষ্টা চালান। এ সময় টানাহেঁচড়ার কারণে আসমার রক্তক্ষরণ শুরু হয় এবং নবজাতকের মৃত্যু হয়। পরে তাৎক্ষণিক কিছু ওষুধ দিয়ে ওই নারী আসমাকে সদর হাসপাতালে ভর্তি করার জন্য বলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় আসমার।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, জোরপূর্বক প্রসবের চেষ্টা করায় নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় জরায়ু ছিঁড়ে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতি আসমারও মৃত্যু হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কথিত গাইনি চিকিৎসক বিউটি আক্তার বলেন, ‘আমি প্রশিক্ষণপ্রাপ্ত। সুন্দরভাবে বাচ্চা প্রসব করিয়েছি। মা ও নবজাতক দু’জনেই সুস্থ ছিল। আমি চলে আসার পর শুনেছি তারা অসুস্থ হয়ে পড়েছে এবং হাসপাতালে নেওয়ার পর শিশু ও মায়ের মৃত্যু হয়েছে। আমি কোনো ভুল চিকিৎসা করিনি।’

এদিকে ফুল মিয়াসহ তাঁর স্বজনরা আসমা ও নবজাতককে হারিয়ে পাগলপ্রায়। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। ফুল মিয়ার দাবি, বিউটি আক্তারের ভুল চিকিৎসার কারণেই আসমা ও নবজাতকের মৃত্যু হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, বিউটি আক্তার কোনো প্রতিষ্ঠানে কাজ করেন না। তিনি শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় নিজস্ব চেম্বারে রোগী দেখেন। জোরপূর্বক প্রসবের কারণে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মা ও নবজাতকের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসার পর নবজাতকটির মৃত্যু হয়। এর কিছু সময় পর প্রসূতি আসমাও মারা যান। তাদের মৃত ঘোষণা করেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবিদুর রেজা।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আসমার চাচাতো ভাই মোতাব্বির হোসেন কাজল।


আরও পড়ুন

×