ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের তল্লাশি

সন্ধ্যার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে যানবাহনে পুলিশের তল্লাশি। ছবি: সমকাল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৩:৫৮ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১৩:৫৮
আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের মহাসমাবেশকে কেন্দ্র করে মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে পুলিশের দাবি- জঙ্গি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এই অভিযান পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মানিকগঞ্জের বাসস্ট্যান্ডের ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী বিভিন্ন যানবাহনে পুলিশের তল্লাশি করা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিন্নাহ খান জানান, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে মানিকগঞ্জ থেকে কয়েক হাজার নেতাকর্মী যোগ দিবেন। ইতোমধ্যে অনেকেই ঢাকায় পৌঁছে গেছেন। তিনি আরও বলেন, কৌশল অবলম্বন করে নেতাকর্মীরা সমাবেশ যোগ দিচ্ছেন।
জিন্নাহ খান আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে পুলিশ যানবাহনে তল্লাশি করছে। এখন পর্যন্ত কোনো নেতাকর্মীকে যানবাহন থেকে আটক করার খবর জানা নেই।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান, বিএনপির মহাসমবেশকে কেন্দ্র করে পুলিশ যানবাহনে তল্লাশি করছে না। পুলিশের নিয়মিত কাজের অংশ হিসেবে- জঙ্গি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তল্লাশি করা হচ্ছে।
সন্ধ্যা ৭টা পর্যন্ত বেশ কয়েকটি যানবাহনে তল্লাশি করা হয়েছে। তবে কোনো কিছু উদ্ধার হয়নি ও গ্রেপ্তার নেই। এই অভিযান আরও কয়েক দিন চলবে বলে জানান ওসি।
- বিষয় :
- মানিকগঞ্জ
- মাদক উদ্ধার
- বিএনপি
- মহাসমাবেশ