ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বঙ্গবন্ধু টানেল উদ্বোধন

শনিবার চট্টগ্রামের ৪ সড়কে যান চলাচল বন্ধ

শনিবার চট্টগ্রামের ৪ সড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৫:০৩ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১৫:০৩

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে শনিবার ভোর ৫টা থেকে নগরের চারটি সড়কে যান চলাচল ও মানুষের যাতায়াতের ওপর বিধিনিষেধ আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে।

একই সঙ্গে আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় কেউ প্রবেশ করতে পারবে না।

সড়কগুলো হলো– পতেঙ্গা ও বিমানবন্দরমুখী এমএ আজিজ সড়ক, ভিআইপি বা কামাল আতার্তুক সড়ক, সিটি আউটার রিং রোড ও চট্টগ্রাম বন্দরমুখী টোল রোড।

টানেল উদ্বোধন উপলক্ষে ভিভিআইপি ও ভিআইপিরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, টানেল ও সমুদ্রসৈকত এলাকায় চলাচল করবেন। তাদের নিরাপত্তা ও সড়কপথে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এসব সড়কে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানানো হয়।

শনিবার ভোর ৫টা থেকে নগরের সিমেন্ট ক্রসিং থেকে কাঠগড় হয়ে কোনো যানবাহন পতেঙ্গা সমুদ্রসৈকত ও বিমানবন্দর যেতে পারবে না। বিমানবন্দরগামী যাত্রীদের সিমেন্ট ক্রসিং থেকে বাঁ দিকে মোড় নিয়ে বোটক্লাব হয়ে যাতায়াত করতে অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে বিমানবন্দর মোড় থেকে বাটারফ্লাই পার্ক হয়ে টানেল ও পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় যাওয়া যাবে না।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট থেকে সিটি আউটার রিং রোড ও টোল রোডে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। চট্টগ্রাম বন্দরগামী যানবাহন সিটি গেট ও এ কে খান হয়ে পোর্ট কানেক্টিং সড়ক দিয়ে চলাচল করবে।

আরও পড়ুন

×