ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে সাবেক ছাত্রলীগ নেতাদের হুঁশিয়ারি

নৈরাজ্য সৃষ্টি করলে বিএনপি-জামায়াতকে প্রতিহত করা হবে

নৈরাজ্য সৃষ্টি করলে বিএনপি-জামায়াতকে প্রতিহত করা হবে

বিএনপির বিভিন্ন কৌশলী আন্দোলনের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৭:০১ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১৭:০১

আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে বিএনপি-জামায়াতকে রাজপথে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা। ছাত্রলীগের ১৯৮৯-৯০ সেশনের নগর ও কেন্দ্রীয় নেতাদের সমন্বয় পরিষদের আয়োজনে বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দিয়েছেন তারা। 

বিএনপির বিভিন্ন কৌশলী আন্দোলনের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সরকারদলীয় বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

লিখিত বক্তব্যে সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়কারী সাবেক ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় যুবলীগের উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশি-বিদেশি নানামুখী চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী হবে।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম বলেন, চক্রান্ত-ষড়যন্ত্র করলে ছাত্র নেতারা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রস্তুত আছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সালাউদ্দিন, কাউন্সিলর পুলক খাস্তগীর, গাজী মো. জাফর উল্লাহ, রিটু দাশ বাবলু প্রমুখ।

আরও পড়ুন

×