মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ২ বখাটের কারাদণ্ড

শাকিল আহমদ, সোহেদ আহমদ
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৮:০০
মৌলভীবাজারের বড়লেখায় মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে দুই বখাটেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলার পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এলাকায় গত বুধবার বিকেলের এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন। দণ্ডিত বখাটেরা হলো গাংকুল গ্রামের ছাদ উদ্দিন ছাদই মিয়ার ছেলে শাকিল আহমদ ও পূর্ব গাংকুল গ্রামের অতুব মিয়ার ছেলে সোহেদ আহমদ। একই ঘটনায় জড়িত অপর এক অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তার নামে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মাদ্রাসার দাখিল শ্রেণির এক ছাত্রী সহপাঠীদের নিয়ে কলম কিনতে পার্শ্ববর্তী লাইব্রেরিতে যায়। ফেরার সময় তাদের পথ আগলে দাঁড়ায় স্থানীয় বখাটে শাকিল আহমদ, সোহেদ আহমদ ও সুমন আহমদ। তারা বিভিন্নভাবে ওই ছাত্রীদের উত্ত্যক্ত করে। ঘটনাটি দেখে মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র জেবুল আহমদ ও ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র মুছা আহমদ এগিয়ে যান এবং প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বখাটেরা। এতে জেবুলের গলায় জখম হয়। এ সময় অন্য ছাত্ররা ধাওয়া দিয়ে দুই বখাটেকে ধরে মাদ্রাসায় আটকে রাখেন। অপরজন পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর জানান, মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগ প্রমাণিত হওয়ায় আটক দুই বখাটেকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে ধারালো অস্ত্র নিয়ে হামলা ও এক ছাত্রকে আহত করার ঘটনায় থানায় মামলা করতে বলা হয়েছে
- বিষয় :
- বখাটের কারাদণ্ড