ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

টানেল উদ্বোধন করতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী

টানেল উদ্বোধন করতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ০৫:২২ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ০৯:৫৪

কর্ণফুলী নদীর তলদেশে প্রথম সুড়ঙ্গপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে নদীর দুই পারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

আনোয়ারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার মাঠ শনিবার সকাল থেকেই ভরে উঠেছে কানায় কানায়। সকাল নয়টার দিকে জনসভা শুরু হয়েছে।

দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম সুড়ঙ্গপথ এই টানেল। এটি চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে। ফলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারে সাগর উপকূল ঘিরে শিল্পের নতুন দুয়ার খুলে যাচ্ছে। 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কেইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দিচ্ছেন স্থানীয় নেতারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এ জনসভায় যোগ দেবেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন শেখ হাসিনা।

সকাল থেকে জনসভায় লোকসমাগম হতে থাকে। এই জনসভায় আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া, বাঁশখালীসহ উত্তর, দক্ষিণ ও মহানগরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। 

whatsapp follow image

আরও পড়ুন

×