হরতালের প্রভাবে কুয়াকাটায় বাতিল হচ্ছে অগ্রিম বুকিং
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ১৭:১২ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ১৭:৪৫
বিএনপির পর জামায়াতে ইসলামী রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। হরতালের প্রভাব পড়েছে পটুয়াখালী সাগরকন্যা খ্যাত কুয়াকাটায়। শনিবার থেকে হোটেলের অগ্রিম বুকিং বাতিল শুরু হয়েছে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, বিএনপি ও জামায়াতে ইসলামীর মহাসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার থেকে পর্যটকদের আনাগোনা কমতে থাকে। এরপরেও কিছু বুকিং ছিল। তবে হরতালের ডাক দেওয়ায় তা বাতিল হতে শুরু করে। এতে পর্যটন ব্যবসায় অনেক বড় ক্ষতির মুখে পড়তে বলে মনে করেন পর্যটন ব্যবসায়ীরা।
হোটেল রেইন ড্রপসের পরিচালক দীপঙ্কর রায় দিপু বলেন, শুক্রবারের পরে এমনিতেই তেমন বুকিং ছিল না। মাত্র দুটি রুম বুকিং ছিল। হরতালের কারণে তাও বাতিল করে দিয়েছে।
হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক রাসেল খান জানান, ‘শুক্রবার থেকে আমাদের কোনো অগ্রিম বুকিং হয়নি। মাত্র ১০ শতাংশ রুমে পর্যটক ছিল। তারা আগামী দুদিন থাকবে। তবে শনিবার এত কম বুকিং কখনও হয়নি।’
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম জানান, ‘মৌসুমের শুরুতে আমরা একটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের প্রত্যাশা থাকবে দেশের রাজনৈতিক দলগুলো স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখবে। এভাবে চললে পুরো মৌসুমে মুখ থুবড়ে পড়বে পর্যটন ব্যবসা।’
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এম.এ. মোতালেব শরীফ সমকালকে বলেন, শুক্রবারের পরে দুই দিন আমাদের পর্যটক থাকে কুয়াকাটাতে। কিন্তু গতকাল থেকেই পর্যটক কম। যারা ছিলেন তাদের অনেকই আজ হরতালের ঘোষণা আসার সঙ্গে সঙ্গে গন্তব্যে ফিরে যাচ্ছেন। আর যে সকল হোটেলগুলোতে অগ্রিম বুকিং ছিল তারাও বুকিং বাতিল করেছে।’
- বিষয় :
- হরতাল
- হোটেল
- বুকিং বাতিল
- কুয়াকাটা