ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামে বাসে আগুন

চট্টগ্রামে বাসে আগুন

মিনিবাসে আগুন। ছবি-সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩ | ১৯:২৩ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ | ১৯:২৩

চট্টগ্রামে আগুনে একটি মিনিবাস পুড়ে গেছে। সোমবার রাত ১০টার দিকে নগরের খুলশী থানার দামপাড়া গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটিতে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন জানান, রাত ৯টা ৫০ মিনিটে বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সাড়ে ১০টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাস্তার পাশে পার্কিংয়ে থাকা বাসটিতে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেননি তারা।

খুলশী থানার ওসি রুবেল হাওলাদার বলেন, বাসটিতে কিভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি।

আরও পড়ুন

×