ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি বাচ্চু মোল্লা গ্রেপ্তার

দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি বাচ্চু মোল্লা গ্রেপ্তার

রেজা আহমেদ বাচ্চু মোল্লা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩ | ০৯:৪১ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ০৯:৪১

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে নিজ বাসভবন তারাগুনিয়া থেকে তাকে গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ। ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহাসিন মুরাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজা আহমেদ বাচ্চু মোল্লার স্ত্রী শেফালী মোল্লা জানান, বেলা সাড়ে ১২টার দিকে বিপুল সংখ্যক পুলিশের একটি দল এসে তারাগুনিয়াস্থ বাসার আসপাশে অবস্থান নিয়ে ঘিরে ফেলে। পুলিশ সদস্যরা বাড়ির ভেতর ঢুকতে চাইলে বাড়ির প্রধান দরজা খুলে দেয়া হয়। এ সময় রেজা আহমেদ বাচ্চু মোল্লা বাসায় অবস্থান করছিলেন। পুলিশ সদস্যরা বাসায় ঢুকে রেজা আহমেদ বাচ্চুকে পুলিশ ভ্যানে করে বাসা থেকে নিয়ে যায়। কি কারণে তাকে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে পুলিশ সদস্যরা কোন উত্তর দেননি। 

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহাসিন মুরাদ বলেন, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। এ বিষয়ে পরে জানানো হবে। 

whatsapp follow image

আরও পড়ুন

×