ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

আড়াই মাস পর খুলল ম্যাটস ভবনের তালাবদ্ধ গেট

আড়াই মাস পর খুলল ম্যাটস ভবনের তালাবদ্ধ গেট

ম্যাটস শিক্ষা ও প্রশাসনিক ভবনের তালা খুলে দিচ্ছেন শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩ | ১২:০৬ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ১২:০৬

সিরাজগঞ্জ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষা ও প্রশাসনিক ভবনের তালাবদ্ধ গেট ৭৭ দিন পর খুলে দেওয়া হলো। স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে আন্দোলনরত শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের পর মঙ্গলবার দুপুরে গেট খুলে দেওয়া হয়। পরে অধ্যক্ষ ডা. আকিকুন নাহারসহ শিক্ষক-কর্মচারীরা গণমাধ্যমকর্মীদের সামনে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন।

অ্যালাইড হেলথ শিক্ষা বোর্ড বাতিল, উচ্চতর শিক্ষার সুযোগ, ইন্টার্নশিপ ব্যবস্থা চালু এবং নতুন কারিকুলাম সংশোধন, পরিমার্জনসহ চার দফা দাবিতে চলছিল শিক্ষার্থীদের এ আন্দোলন। দাবি আদায়ে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আপাতত আন্দোলন থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন।

তালা খোলার আগে প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, দাবি পূরণে স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। তাই আপাতত সরে এলেও দাবি পূরণ না হলে আগামীতে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন শুরু হবে।


whatsapp follow image

আরও পড়ুন

×