ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

জ্বর-কাশিতে আক্রান্তদের সেবা মিলছে বসুন্ধরা আদ-দ্বীন হাসপাতালে

জ্বর-কাশিতে আক্রান্তদের সেবা মিলছে বসুন্ধরা আদ-দ্বীন হাসপাতালে

হাসপাতালে প্রবেশের আগে পরীক্ষা করা হচ্ছে

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০ | ০৪:৩৮

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে অনেক বেসরকারি হাসপাতাল বন্ধ রেখেছে মালিকপক্ষ। ঢাকার কেরানীগঞ্জে বেসরকারি হাসপাতালগুলো বন্ধ হওয়াতে রোগীরা পড়েছেন সংকটে। তবে এ সংকটময় মুহূর্তে সেবা দিয়ে যাচ্ছে বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। 

এই সময়ে হাসপাতালটিতে রোগীর চাপ বেড়েছে। গর্ভবতী নারীদের সেখানে সেবা দেওয়া হচ্ছে জরুরি ভিত্তিতে। এর পাশাপাশি জ্বর, সর্দি ও কাশিজনিত রোগীদের হাসপাতালের বাইরের গেটে সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা দেওয়া হচ্ছে।

শনিবার সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, কেরানীগঞ্জের সুযোগ সন্ধানী বেসরকারি হাসপাতালগুলো বন্ধ হওয়াতে বসুন্ধরা আদ-দ্বীন হাসপাতালে সকাল হলেই শিশু-নারী-পুরুষের ভিড় লেগেই আছে। প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ রোগীকে আউটডোরে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। 

এছাড়া প্রতিদিন সকাল থেকে হাসপাতাল জরুরি বিভাগে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) পরে চিকিৎসক ও নার্সরা জ্বর, কাশিতে আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।

বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের উপ-ব্যবস্থাপক মো. সিদ্দিকুর রহমান বলেন, মা ও শিশুদের জন্য বসুন্ধরা আদ্ব দীন হাসপাতালটি সবার কাছে আস্থার জায়গা তৈরি করেছে। জরুরি বিভাগে সার্বক্ষণিক সেবা দেওয়া হয়। এছাড়া ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স ও ইমার্জেন্সি সার্ভিস রয়েছে। 

তিনি বলেন, এর বাইরেও যারা জ্বর সর্দি, কাশি নিয়ে আসছেন আমরা তাদের হাসপাতালের গেটে সেবা দিচ্ছি। এছাড়া গর্ভবতী নারী এবং শিশুসহ অন্যান্য সেবা দিচ্ছি জরুরি ভিত্তিতে। আমাদের নির্বাহী পরিচালকের নির্দেশ রয়েছে, প্রতিটি মানুষকে সেবা দিতে হবে। কেউ যেন সেবা থেকে বঞ্চিত না হয়।

আরও পড়ুন

×