থানায় শটগানের মিসফায়ারে পুলিশ সদস্য আহত

ফাইল ছবি
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ১৪:০০ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ২০:০১
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক পুলিশ সদস্যের শটগানের মিসফায়ারে টিপু সুলতান নামের এক কনস্টেবল আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে আড়াইহাজার থানায় এ দুর্ঘটনা ঘটে।
থানা সূত্র জানায়, দায়িত্বে বের হওয়ার আগে পুলিশ সদস্য বাবুল হোসেন সকাল ৯টার দিকে নিজ শটগান পরিষ্কার করছিলেন। এ সময় গুলিভর্তি শটগানটি মিসফায়ার করে। গুলি টাইলসে লেগে আরেক পুলিশ সদস্য টিপু সুলতানের (৫০) শরীরের পেছন দিকে বিদ্ধ হয়।
শুরুতে টিপু সুলতানকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ঢামেকে টিপু সুলতানের শরীর থেকে গুলি বের করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি থানায় ফিরেছেন। ওই পুলিশ সদস্য সুস্থ আছেন।