সিলেট নগরীর মোড়ে মোড়ে যানজট, অবরোধের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ

নগরীর জিন্দাবাজার এলাকায় যানজট দেখা যায়। ছবি: সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ১৪:২২ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ২০:২২
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিন বেলা বাড়ার সাথে সাথে সিলেট নগরীতে যানবাহন চলাচল বৃদ্ধি পেতে শুরু করে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নগরীর ব্যবস্তম এলাকা জিন্দাবাজার, বন্দরবাজার ও আম্বরখানা মোড়ে যানজট লক্ষ্য করা গছে।
তবে সিলেটে দূরপাল্লার বাস চলাচল করেনি। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে হালকা যানবাহন চলাচল করছে।
এদিকে সকালে সিলেটে শান্ত পরিবেশ থাকলেও সময় বাড়ার সঙ্গে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা করে বিএনপি ও জামায়াত। বিক্ষিপ্তভাবে তারা অবরোধের সমর্থনে বিক্ষোভ ও পিকেটিং করে। অপরদিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নগরীসহ বিভিন্ন স্থানে অবরোধবিরোধী সমাবেশ ও মোটরসাইকেল দিয়ে মহড়া দেয়। দক্ষিণ সুরমা ও ওসমানীনগর এলাকা থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।
সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী বাইপাস এলাকায় টায়ারে আগুন ধরিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করা হয়। পুলিশের উপস্থিতি দেখে তারা পালিয়ে যায়। সিলেট-ঢাকা মহাসড়ককের দক্ষিণ সুরমার উপজেলার কুতুবপুর এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা।
তেলিবাজার তেমুখীতে গাছের ডালপালা ও শুকনা পাতায় আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে তারা।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা জানিয়েছেন, সিলেট-ঢাকা মহাসড়কে নাশকতার চেষ্টা করা হলে পুলিশ একজনকে আটক করে।
অবরোধ চলাকালে নগরীর সোবহানীঘাট এলাকায় বিক্ষোভ ও সভা করেছে জামায়াত। এতে বক্তব্য দেন মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল পিকেটিংয়ের পাশাপাশি বিভিন্ন স্থানে মিছিল করে। দুপুরে তেমুখী পয়েন্টে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় এতে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক প্রমুখ।
মহাসড়কের জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে মোটরসাইকেল নিয়ে মিছিল করতে দেখা গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের। বিকেলে নগরীতে মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় ছাত্রলীগ টিলাগড় গ্রুপের নেতাকর্মীরা। তারা ওই সময় আওয়ামী লীগ নেতা রনজিক সরকারের পক্ষে স্লোগানও দেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ সমকালকে জানিয়েছেন, বিভিন্ন স্থানে অবরোধকারীরা নাশকতার চেষ্টা করলে পুলিশ প্রতিরোধ করে। ওই সময় একজনকে আটক করা হয়েছে।
অবরোধ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সমকালকে জানান, বিএনপির নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অবরোধ পালন করছেন।