ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

আ’লীগের সমাবেশে যাওয়ায় বাড়ি পোড়ানোর অভিযোগ

আ’লীগের সমাবেশে যাওয়ায় বাড়ি পোড়ানোর অভিযোগ

ফাইল ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ১৫:১৩ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ২১:১৩

বগুড়ার শেরপুরে শান্তি সমাবেশে অংশ নেওয়ায় এক আওয়ামী লীগ কর্মীর বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বুধবার মধ্যরাতে উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লাল মিয়া বাদশা নামে এক ব্যক্তি। তিনি বিনোদপুরের ইছাহাক আলীর ছেলে ও স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য। এতে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বাদশা অভিযোগে বলেন, আমি আওয়ামী লীগের প্রায় সব কর্মসূচিতে অংশ নিই। গত ৩১ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন ২০-২৫ জন কর্মী নিয়ে উপজেলা শহরে দলীয় কর্মসূচি শান্তি সমাবেশে যোগ দিই। এ নিয়ে ঘটনাস্থলেই কয়েকজন বিএনপি নেতাকর্মীর সঙ্গে আমার বাগ্‌বিতণ্ডা হয়। সেই থেকে কয়েকজন অব্যাহতভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। এক পর্যায়ে আমার বাড়িতেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও কয়েক লাখ টাকার আসবাব পুড়ে গেছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ আগুনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে হবে। শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কবির বিপ্লব বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীর অত্যাচারে আমরা বাড়িতেই থাকতে পারি না, সেখানে তাদের ঘরে আগুন দেওয়ার অভিযোগ কাল্পনিক। জাতীয়তাবাদী কোনো কর্মী বা সমর্থক এমন ঘটনা ঘটাতে পারে না। আমাদের ফাঁসানোর জন্য এটা একটা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।

আরও পড়ুন