ঢাকা শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩

যুবদল কর্মী রাজ্জাক খুনে সব আসামি খালাস

যুবদল কর্মী রাজ্জাক খুনে সব আসামি খালাস

আদালত প্রাঙ্গণে খালাস পাওয়া ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

খুলনা ব্যুরো

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ১৫:৩৫ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ২১:৩৫

বাগেরহাটের যুবদল কর্মী আবদুর রাজ্জাক সরদার হত্যা মামলায় সব আসামি খালাস পেয়েছেন। খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন– খাদেম নিয়ামুল নাসির, মেহেদী হাসান তুফান, ইস্রাফিল, উৎপল, মাহাবুবুর রহমান টুটুল, মনিরুল ইসলাম, নিয়ামুল কবীর বিলু ও মান্না। তাদের মধ্যে নাসির, তুফান, ইস্রাফিল ও উৎপল পলাতক।

আদালতের এপিপি এম ইলিয়াস খান জানান, বাগেরহাটের পৌর নির্বাচনকে কেন্দ্র করে ২০০৪ সালের ২৫ সেপ্টেম্বর যুবদল কর্মী আবদুর রাজ্জাককে শহরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের বাবা আবদুর রশিদ সরদার বাদী হয়ে ১০ জনের নামে থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে পরের বছর ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এস আই ফজলুল কবীর। 

তিনি আরও জানান, বিচার চলাকালে আসামিরা বাগেরহাটের আদালতে সঠিক বিচার না পাওয়ার শঙ্কার কথা বলে হাইকোর্টে আপিল করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে খুলনার আদালতে মামলাটির বিচার কাজ চলে। বিচার চলাকালে ৯ আসামির মধ্যে তানু ভূঁইয়া নামে একজন মারা যান। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে অপর আট আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট নয়। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

রায়ের ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার দাবি করে নিহতের ছোট ভাই সাজ্জাদ হোসেন বলেন, ১৯ বছর ধরে আমরা এই হত্যা মামলার রায়ের জন্য অপেক্ষা করেছিলাম। প্রকাশ্যে নৃশংসভাবে আবদুর রাজ্জাককে হত্যার পরও আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা ক্ষুব্ধ ও ব্যথিত। আমরা উচ্চ আদালতে আপিল করব। 

আরও পড়ুন