ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

বঙ্গবন্ধু টানেলে কার রেসিংয়ের ঘটনায় মামলা

বঙ্গবন্ধু টানেলে কার রেসিংয়ের ঘটনায় মামলা

বঙ্গবন্ধু টানেলে গতিসীমা লঙ্ঘন করা সাতটি গাড়ি শনাক্ত হয়েছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ১৫:৫৯ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ২২:০৪

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে যানবাহনের জন্য নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করে গাড়ি চালানোর দায়ে ৭ গাড়িচালকের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ।

বুধবার মধ্যরাতে চট্টগ্রামের কর্ণফুলী থানায় টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) জাহাঙ্গীর আলম বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলাটি করেন।
মামলার এজাহারে সাতটি ব্যক্তিগত গাড়ির নম্বর উল্লেখ করার পাশাপাশি আরও দুই থেকে তিনটি গাড়ির চালকসহ তাদের সহযোগিদের আসামি করা হয়েছে। 

এজাহারে উল্লেখ করা হয়, গত ২৯ অক্টোবর রাত আনুমানিক ১১টায় ক্রসিং এলাকায় ৭ থেকে ১০টি ব্যক্তিগত গাড়ি নিয়ে অজ্ঞাতনামা চালক এবং তাদের সহযোগীরা পরস্পর যোগসাজশে বিভিন্ন স্থানে টানেল কর্তৃপক্ষের সাঁটানো সাইনবোর্ডের সর্বোচ্চ গতিসীমা লঙ্ঘন করে। গাড়িগুলো রেসিং, ওভারটেকিং ও বিপজ্জনকভাবে চালানোসহ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গাড়িগুলোর চালকরা টোল পরিশোধ করে রাত ১১টা ৫৫ মিনিটে টানেলে প্রবেশ করে। পরদিন এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা তৈরি হয়। টানেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা। পরবর্তী সময়ে ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে সাতটি গাড়ির নম্বর শনাক্ত করে টানেলের সিসিটিভি মনিটরিং কর্তৃপক্ষ। তবে বাকি দু-তিনটি ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশন নম্বর শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ।

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতর কার রেসিং প্রতিযোগিতার ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করেছে টানেল কর্তৃপক্ষ। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন