ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

খুলনায় দুই ককটেল বিস্ফোরণ, বিএনপির ৬০ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় দুই ককটেল বিস্ফোরণ, বিএনপির ৬০ জনের বিরুদ্ধে মামলা

উদ্ধার ককটেল। ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ১৬:৫৩ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ২২:৫৩

খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামের বোগদিয়ার মাঠ এলাকায় বৃহস্পতিবার ভোরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। সেখান থেকে অবিস্ফোরিত পাঁচটি ককটেল, ইটের টুকরা, লাঠি ও রড উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবজাল গাজী বাদী হয়ে বিএনপির ৫০-৬০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন।  

মামলার এজাহারে বলা হয়েছে, বাদীসহ কয়েকজন খবর পেয়ে গিয়ে দেখেন আসামিরা বোগদিয়ার মাঠ এলাকায় অবরোধের সমর্থনে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে। এছাড়া তারা সরকার উৎখাতের জন্য ককটেল ও লাঠিসোটা নিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। তখন তিনি পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে যায়। এ সময় অবরোধ সমর্থকরা ইট পাটকেল নিক্ষেপ ও দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। 

এ ঘটনায় দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবজাল গাজী বাদি হয়ে দিঘলিয়া থানায় মামলা করেছেন। মামলায় উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক আব্দুল রকিব মল্লিকসহ ৪৫ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। 

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার জানান, ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, বিস্ফোরিত দুটি ককটেলের অংশ বিশেষ, সাতটি লোহার রড, ১০টি বাঁশের লাঠি ও এক বস্তা ইটের টুকরা উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন কেউ আটক হয়নি।

আরও পড়ুন