ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

গাজীপুরের চার থানায় ওসি পদে রদবদল

গাজীপুরের চার থানায় ওসি পদে রদবদল

প্রতীকী ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ১৬:৫৭ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ২২:৫৭

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পরিবর্তন এসেছে। তাদের একজনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার জিএমপি কমিশনার মো. মাহবুব আলমের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিককে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত (লাইনওআর) করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা (উত্তর) বিভাগে পরিদর্শক হিসেবে বদলি হয়েছেন পুবাইল থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম।

এদিকে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ্ আলমকে গাছা থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। ওই থানার ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন। 

পুবাইল থানার ওসির দায়িত্ব পেয়েছেন গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক কামরুজ্জামান। গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন বাসন থানার দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন