ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

সাগরে যেতে প্রস্তুত হাজারো জেলে নৌকা

শেষ হচ্ছে নিষেধাজ্ঞা

সাগরে যেতে প্রস্তুত হাজারো জেলে নৌকা

ছবি: সমকাল

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ১৭:০৫ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ২৩:০৫

ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে সাগর ও নদনদীতে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে। নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগরে যেতে লক্ষ্মীপুরের রামগতি উপকূলের জেলেরা শেষ প্রস্তুতি সেরে নিচ্ছেন। এরই মধ্যে ছোট-বড় কয়েক হাজার মাছ ধরার ট্রলার প্রস্তুত করা হয়েছে।

গত বুধবার দুপুরে বিভিন্ন ঘাটে গিয়ে দেখা যায়, জেলেরা কেউ নৌকায় জাল তুলছেন, কেউ ত্রুটি সেরে নিচ্ছেন। কেউ রঙের কাজ সারছেন। অনেকে সাগরে যাওয়ার জন্য খাদ্যসহ নানা সরঞ্জাম নিয়ে জড়ো হচ্ছেন। 
কোনো ট্রলার এক সপ্তাহ, কোনোটি দুই সপ্তাহের জন্য সাগরে এবং ছোট নৌযান নদীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঘাট ও আশপাশের কয়েকশ নৌকায় চলছে বিরামহীন ব্যস্ততা। কারও কথা বলার ফুরসত নেই।

নৌকার মালিক গোলাম ছারওয়ার মাঝি বলেন, ‘এ বছর বর্ষাকালে তেমন বৃষ্টি হয়নি। দফায় দফায় সাগরে নিম্নচাপ ও লঘুচাপ লেগেই ছিল। এর মধ্যে ছিল ২২ দিনের নিষেধাজ্ঞা। খুব কষ্টে দিন কেটেছে। কাজ না থাকায় ধারদেনা করে সংসার চলেছে।’

শামছু মাঝি দীর্ঘদিন নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি বলেন, ‘অবসর কাটিয়ে এবারের যাত্রায় ভালো ইলিশ ও অন্য মাছ ধরা পড়বে বলে আশা করছি।’

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, বৃষ্টি কম হওয়ায় গভীর সাগর থেকে উপকূলের নদীর মোহনায় ইলিশ কম এসেছে। এ ছাড়া ডুবোচর এবং জলবায়ু ও পবিবেশগত কারণেও ইলিশ আহরণ কম ছিল। এবারের নিষেধাজ্ঞা শেষে আশা করি জেলেদের জালে ভালো পরিমাণ ইলিশ ধরা পড়বে।

আরও পড়ুন