ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

একই স্থানে যুবলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সভা

একই স্থানে যুবলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সভা

ছবি: সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ১৭:০৯ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ২৩:০৯

নোয়াখালীর কবিরহাটে একই স্থানে যুবলীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কবিরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরের দিকে মাইকে পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা জানান, যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের উদ্যোগে পৃথকভাবে কবিরহাট জিরো পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার বিকেলে ‘যুবলীগের জয়যাত্রা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। 

একই স্থানে ও একই সময়ে দুই গ্রুপের আলোচনা সভার আয়োজন করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে সংঘর্ষ এড়াতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। 

বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় কোনো প্রকার গণজমায়েত, সভা-সমাবেশ, মিছিল, র‌্যালি, শোভাযাত্রা করা যাবে না বলে জানানো হয়।

কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ১৪৪ ধারা জারির পর কবিরহাট পৌরসভা এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি কবিরহাট জিরো পয়েন্ট ও মুজিব চত্বর এলাকায় সংঘর্ষ এড়াতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

আরও পড়ুন