ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে খাবারের দাবিতে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জে খাবারের দাবিতে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০ | ০৮:০৭

কুমুদিনী বাগান খ্যাত বস্তিটি নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের বাসভবনের অদূরেই অবস্থিত। এ বস্তির সবাই শ্রমজীবী। বেশির ভাগই কুমুদিনী গার্মেন্টে কাজ করেন। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে সবাই কর্মহীন। ঘরে খাবার নেই। তাই বাধ্য হয়ে শনিবার প্রথম রোজার সকালে বস্তির কয়েকশ বাসিন্দা নারায়ণগঞ্জ-সিদ্ধিরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

বিক্ষোভকারীরা জানান, লকডাউনের কারণে তাদের সবার কাজ বন্ধ। ঘরে খাবার নেই। লকডাউনের শুরুতে স্থানীয় কাউন্সিলর এসে প্রতি পরিবারকে ৫ কেজি করে চাল দিয়ে যায়। এরপর আর কোনো সহায়তা পাননি তারা। ঘরে যা কিছু ছিল তা শেষ হয়ে যাওয়ায় বিপদে পড়েছেন তারা। বেশ কিছু দিন যাবত অনাহারে দিন কাটাচ্ছেন, ঘরের শিশুদের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা শনিবার রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

খবর পেয়ে সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান ঘটনাস্থলে ছুটে যান। তিনি যত শিগগির সম্ভব বস্তিবাসীর ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে ঘরে ফিরে যান। 

আরও পড়ুন

×