কিশোরগঞ্জ বিএনপি সভাপতি শরীফুল আলম আটক

শরীফুল আলম। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক ও কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ০৫:৩৯ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ | ১১:৩৯
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ৬টায় ভৈরবের কলমপুর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি জালাল উদ্দিন।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদারও শনিবার সকালে সমকালকে এসব তথ্য জানিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা সভাপতি শরীফুল আলম কুলিয়ারচর থানায় পুলিশের করা দুটি মামলার প্রধান আসামি।
কুলিয়ারচর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) কাউসার বলেছেন, শরীফুল আলমের আটকের কথা শুনেছি। শরীফুল আলমকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
শরীফুল আলমের সঙ্গে ভৈরব উপজেলা বিএনপি নেতা ভিপি সাইফুল হক, নূরুজ্জামান মিয়া, মাজহারুল হক ও শরীফুল আলমের গাড়িচালক রতনকেও আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে জেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন ৩১ অক্টোবর কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। সেদিন কৃষকদল নেতা বিল্লাল হোসেন ও যুবদল নেতা রেফায়েত উল্লাহ তনয় নামে দুজন মারা যান। আর কুলিয়ারচর থানার ওসি গোলম মোস্তফাসহ ১৫ পুলিশ সদস্য আহত হয়েছিলেন। ওসি এখনও হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ডিউটি অফিসার এসআই কাউসার।
শরীফুল আলমকে আটকের নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। তাঁরা অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছেন।