পানির ট্যাংক পরিষ্কারে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের

শ্রমিকদের লাশের পাশে স্বজনদের আর্তনাদ - সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ১২:৫৭ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ | ১৮:৫৭
ফরিদপুর শহরের চরকমলাপুরে একটি নির্মাণাধীন ভবনের রিজার্ভ পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে জমে থাকা গ্যাসের বিষক্রিয়ায় দুই শ্রমিক মারা গেছেন।
চরকমলাপুরের সাব্বির খান সড়কে জি এম ফারুক হাওলাদারের নির্মাণাধীন ভবনে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শ্রমিক হলেন ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর গ্রামের মৃত রাশেদ মুসুল্লির ছেলে সায়েম মল্লিক এবং শহরের রঘুনন্দনপুর এলাকার ছত্তার মিয়ার ছেলে আকরাম হোসেন বাবু।
নির্মাণাধীন ভবনের কাজে নিয়োজিত শ্রমিক রাশেদ বলেন, দীর্ঘ ৬ মাস কাজ বন্ধ ছিল। শনিবার সকালে কাজ শুরু হয়। সেপটিক ট্যাংকের সেন্টারিং করা ছিল। ভেতর থেকে সেন্টারিং খোলার কাজ শুরু হলে সায়েম ভেতরে নামতে যায়। তখন আমরা তাকে এক ঘণ্টা পর নামতে বলেছিলাম। কিন্তু সে কথা না শুনে ভেতরে নেমে পড়ে।
রাশেদ আরও বলেন, সায়েম ভিতরে নামার পর চিৎকার দিলে বাবু ওপর থেকে সায়েমকে টেনে তুলতে গিয়ে নিজেও ট্যাংকের মধ্যে পরে যায়। এরপর অনেক চেষ্টা করেও তাদের ওঠাতে পারিনি। ট্যাংকের মুখ ছোট থাকায় তাদের বের করা সম্ভব হয়নি।
তার দাবি, ৬ মাস ট্যাংকের মুখ বন্ধ থাকায় ভেতরে গ্যাস হয়ে গিয়েছিল। বিষাক্ত গ্যাসের কারণে তারা দুজন মারা যান।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিনের বন্ধ পানির ট্যাংকের মধ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে বলে তিনি ধারণা করছেন।
এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।