ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

বিএনপির জেলা সভাপতি আটক, রোববার ভৈরবে হরতাল

বিএনপির জেলা সভাপতি আটক, রোববার ভৈরবে হরতাল

জেলা বিএনপির সভাপতি ও শরিফুল আলম। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ১৩:১২ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ | ২০:৪৩

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলমসহ পাঁচজনকে আটকের অভিযোগ উঠেছে।

শনিবার সকাল ৬টায় ভৈরবের কলমপুর এলাকার ইতালি প্রবাসী মাজহারুল ইসলামের বাসা থেকে তাদেরকে আটক করা হয়। তবে আটকের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

প্রতিবাদে আগামীকাল রোববার ভৈরবে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। দুপুরে এক ভিডিও বার্তায় ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান অজ্ঞাত স্থান থেকে এই হরতালের ডাক দেন। 

জেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৬টায় ভৈরবের কলমপুর এলাকার ইতালি প্রবাসী মাজহারুল ইসলামের বাসা থেকে শরীফুল আলম, ভৈরব উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পদক সাইফুল হক, স্থানীয় বিএনপি নেতা নূরুজ্জামান মিয়া, মাজহারুল ইসলাম ও শরীফুল আলমের গাড়ির চালক রতন মিয়াকে ডিবির একটি টিম আটক করে ঢাকায় নিয়ে গেছে।

তবে কিশোরগঞ্জ সদরের ডিবির ওসি আবুল বাশার জানান, আটকের বিষয়ে বিভিন্ন সূত্র থেকে তিনি শুনেছেন। কিন্তু এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ বলেছেন, তার কাছেও এ ব্যাপারে কোনো তথ্য নেই। 

অবরোধের প্রথম দিন গত ৩১ অক্টোবর কুলিয়ারচরে পুলিশের ওপর হামলার দুটি মামলার প্রধান আসামি শরীফুল আলম। সেদিন সংঘর্ষে কৃষকদল নেতা বিল্লাল হোসেন ও যুবদল নেতা রেফায়েত উল্লাহ তনয় নামে দু’জন মারা যান।

আরও পড়ুন