ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে সবুজ প্রেমীদের মিলন মেলা

ফরিদপুরে সবুজ প্রেমীদের মিলন মেলা

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ১৬:০৬ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ | ২২:০৬

‘অন্ধের মতো বাঁচতে চাই না আর, সবুজে সাজাব বিশ্বের দরবারে’ এই প্রত্যয় নিয়ে ৪ বছর আগে যাত্রা শুরু হয় ফরিদপুর গার্ডেনার্স অ্যাসোসিয়েশনের। অনলাইনভিত্তিক এই সংগঠনের পঞ্চমবর্ষে পদার্পণ উপলক্ষে ফরিদপুরে অনুষ্ঠিত হলো সবুজ প্রেমীদের মিলন মেলা।

শনিবার বিকেলে ফরিদপুর জেলা পরিষদ ভবনের অডিটোরিয়ামে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এই মিলন মেলায় সভাপতিত্ব করেন ফরিদপুর গার্ডেনার্স অ্যাসোসিয়েশনের ফাউন্ডার এডমিন সাগর নন্দী। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের সচেতন নাগরিক কমিটির সভাপতি এডভোকেট শিপ্রা গোস্বামী।

আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন- ডা. তানসিভ জুবায়ের নাদিম, ফরিদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বৃক্ষপ্রেমী নুরুল ইসলাম, সাতক্ষীরা থেকে আগত বৃক্ষপ্রেমী শেখ শফিকুল আলম ও ফরিদপুরের সফল ছাদ বাগানি আয়েশা আশরাফী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জ্যোতির্ময় বিশ্বাস ও প্রত্যাশা মোদক।

বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী আমাদের গড়ে তোলা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। বাড়ির আশপাশে, ছাদে এবং যেখানেই এক চিলতে জায়গা পাওয়া যাবে সেখানেই ছোট-বড় গাছ লাগিয়ে আমাদের চারপাশ সবুজ করে তুলতে হবে।
 

whatsapp follow image

আরও পড়ুন

×