ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

কুমিল্লায় করোনা আক্রান্ত ব্যক্তি বাড়ি ছেড়ে পালাল

কুমিল্লায় করোনা আক্রান্ত ব্যক্তি বাড়ি ছেড়ে পালাল

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০ | ০৯:৩০

কুমিল্লার মুরাদনগরে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি বাড়ি ছেড়ে পালিয়েছে। শুক্রবার রাতে উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামে এ ঘটনা ঘটে। আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে ওই ব্যক্তির করোনা পজিটিভ আসে। 

আইইডিসিআর থেকে রিপোর্ট আসার পর মুরাদনগর উপজেলা প্রশাসন শুক্রবার দুপুরে উপজেলার কাজিয়াতল গ্রামের ওই ব্যক্তির বাড়িটি লকডাউন করে। এরপর রাতের কোনো এক সময়ে ওই ব্যক্তি পালিয়ে যায়।

শনিবার দুপুরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল আলম জানান, রোগীর শরীরে কোনো লক্ষণ না থাকায় তাকে হাসপাতালে না রেখে বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়। একই সঙ্গে ওই বাড়িটি লকডাউন করে দেওয়া হয়। পালিয়ে যাওয়া ওই ব্যক্তি কারও সংস্পর্শে গেলে তারও সংক্রমিত হবার আশঙ্কা রয়েছে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস বলেন, স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

×