ঢাকা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

আ’লীগের জনসভা থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত কর্মী

আ’লীগের জনসভা থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত কর্মী

দুর্ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ১৭:৪৪ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ | ২৩:৪৪

জয়পুরহাটের ক্ষেতলালে আওয়ামীলীগের জনসভা শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক কর্মী। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কালাই পৌরশহরে দুরঞ্জ মহল্লায় পাঁচশিরা-মাত্রাইসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোকন কালাই উপজেলার বলি-শিবসমুদ্র গ্রামের নুর আলমের ছেলে। আর আহত আব্দুল কাদের একই গ্রামের জয়নাল হোসেন ফকিরের ছেলে। 
এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসীম আল বারী। 
ঘটনার পর হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। 
জানা যায়, শনিবার বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর আওয়ামী লীগ জনসভার আয়োজন করে। সন্ধ্যায় সভা শেষে খোকন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।তার মোটরসাইকেলে ছিলেন আব্দুল কাদের। পথে কালাই পৌর শহরের দুরঞ্জ মহল্লা এলাকায় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন। 
কালাই থানার ওসি বলেন, ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে। 

whatsapp follow image

আরও পড়ুন

×