ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

আখতারুজ্জামান চৌধুরী বাবু’র স্মরণসভা

‘বিএনপি দেশকে বিদেশি শকুনের হাতে তুলে দিতে চায়’ 

‘বিএনপি দেশকে বিদেশি শকুনের হাতে তুলে দিতে চায়’ 

আখতারুজ্জামান চৌধুরী বাবু’র স্মরণসভায় তথ্যমন্ত্রী। ছবি:সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ১৮:২০ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ | ০৪:৫৪

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘রাজনীতি একটি ব্রত, অর্থবিত্তের মালিক হওয়া নয়, রাজনৈতিক কর্মী কখনও আপোস করেন না। দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের চেহেরা পরিবর্তন হয়েছে। আজ বিভিন্ন দেশ প্রধানমন্ত্রীর প্রশংসা করছে। কিন্তু বিএনপি হিংসার বশবতী হয়ে দেশবিরোধী শক্তি হিসেবে বাংলাদেশকে বিদেশি শকুনের হাতে তুলে দিতে চায়। তারা ২৮ অক্টোবর ফাইনাল খেলার ঘোষণা দিয়ে খেলা শুরু হওয়ার আগে লেজ গুটিয়ে পালিয়ে যায়। তারা আজ গর্তে লুকিয়ে থাকলেও এই গণ-শত্রুদের গর্ত থেকে বের করে উপযুক্ত বিচার করা হবে।
শনিবার বিকেলে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ স্মরণসভার আয়োজন করে।
ড. হাছান মাহমুদ বলেন, যারা আগুন সন্ত্রাস চালাচ্ছে, পুলিশ হত্যা করেছে, ইসরায়েলি বাহিনীর অনুকরণে হাসপাতালে হামলা চালিয়েছে, সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে, আমাদের মা-বোনদের কাপড় ধরে টানাটানি করে, আগুন সন্ত্রাস চালিয়ে এখন গর্তে ঢুকেছে। তাদের গর্ত থেকে বের করে এনে শায়েস্তা করা হবে।
মন্ত্রী আরও বলেন, বিএনপি বলেছিল ২৮ তারিখ ফাইনাল খেলা হবে, কিন্তু তারা খেলার আগেই মাঠ ছেড়ে চলে যায়। পুলিশ একটা গুলিও ছোড়েনি, পুলিশের সাউন্ড গ্রেনেডের আওয়াজেই মির্জা ফখরুল সাহেবসহ সবাই মঞ্চ ছেড়ে চলে গেল, আর নেতাকর্মীরাও পেছনে পেছনে চলে গেল। অর্থাৎ খেলা শুরু হওয়ার আগেই মাঠ ছেড়ে চলে গেল বিএনপি। 
তিনি বলেন, ‘আখতারুজ্জমামান বাবু একজন ব্যবসায়ী হয়েও রাজনীতির স্বার্থে ব্যবসায়িক স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন। বাবু ভাইয়ের কাছ থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার আছে। ক্ষমতার লোভে তিনি আদর্শ বিকিয়ে দেননি, তিনি দুঃসময়ে আওয়ামী লীগের হাল ধরেন। আজকে আওয়ামী লীগের এ সুবর্ণ সময় দেখলে অনেক খুশি হতেন।’
বিশেষ অতিথির বক্তব্যে আখতারুজ্জামান চৌধুরীর বড় ছেলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘তিনি একজন জনদরদী নেতা ছিলেন, তিনি আদর্শের সঙ্গে কখনও আপোস করেননি। তিনি আপনাদের মাঝে বেঁচে আছেন, এটাই বড় পাওয়া একজন রাজনীতিবিদের জন্য। ব্যক্তি জীবনে সফল ব্যবসায়ী ছিলেন, ব্যবসার জন্য রাজনীতি করেননি। তার কর্মে তিনি মহীয়ান।’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রয়াত নেতা আখতারুজ্জামান বাবু আওয়ামী লীগের জন্য সবকিছু বিলিয়ে দিয়েছেন। তিনি সবসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে ছিলেন, নেতাকর্মীদের সাহস দিয়েছিলেন। 
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল মোতালেব সিআইপি, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল মান্নান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক চৌধুরী মো: গালিব সাদলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা প্রমুখ।

আরও পড়ুন