আগুনে পুড়ল ২৮ দোকান

প্রতীকী ছবি
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ২০:৩১ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ | ০২:৩১
গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি বাজারে ভয়াবহ আগুনে ২৮টি দোকান পুড়ে গেছে। শনিবার সন্ধ্যায় চাঁদপুর বাজারে এ আগুন লাগে। এতে আনুমানিক ৫-৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন। তাদের অভিযোগ, ফায়ার সার্ভিসের গাড়ি দেরিতে পৌঁছানোয় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
ওই বাজারের ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনের ভাষ্য, শনিবার শেষ বিকেলে বাজারের পূর্বপাশের সোলায়মান খানের মালিকানাধীন পেট্রোল, ডিজেল ও এলপি গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন ধরে যায়। এ সময় সিলিন্ডারগুলো বিস্ফোরিত হতে থাকে। পাশাপাশি তেলের ড্রামগুলোর কারণে আগুন ভয়াবহ মাত্রায় আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুনে একটি স্বর্ণের দোকান, বেশ কয়েকটি কাপড়ের দোকান, মুদি দোকান, স্টেশনারি দোকান, হার্ডওয়্যারের দোকান, মিষ্টির দোকান, ফলের দোকান ও আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখাসহ মোট ২৮টি দোকান পুড়ে যায়।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে গাজীপুর ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তারা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, কাপাসিয়া উপজেলা ফায়ার সার্ভিসে দ্রুত সময়ের মধ্যেই তারা সংবাদ দেন। তবে তারা দেরিতে পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
চাঁদপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সোলায়মান মোড়ল বলেন, বিকেল ৫টার দিকে খান ট্রেডার্সে আগুন ধরেছিল। গ্যাস ও তেলের সংমিশ্রণে সেখানে আগুন ভয়াবহ রূপ নেয়। প্রাথমিকভাবে তারা ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে প্রশাসনের কাছে দাবি জানান।
এ সংবাদ পেয়ে কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম গোলাম মোর্শেদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেনের ভাষ্য, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। ওই বাজারে গিয়ে অন্তত ৮-১০টি দোকানের আগুন নিয়ন্ত্রণে আনেন। ছোট ছোট দোকানগুলো তাদের পৌঁছার আগেই পুড়ে যায়।