হতদরিদ্রদের কর্মসংস্থানে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ

ছবি: সমকাল
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ২১:০২ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ | ০৩:০২
কুষ্টিয়ার দৌলতপুরে পিছিয়ে পড়া হতদরিদ্রদের কর্মসংস্থানের জন্য কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের দুস্থ, বিধবা, হতদরিদ্র জনগোষ্ঠিকে প্রশিক্ষণের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার উপজেলার কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধন হওয়া এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে ২ মাস।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বহুমুখী মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান ড. শেখ আব্দুস সালাম।
বহুমুখী মানব কল্যাণ সংস্থার পরিচালক বিপুল আশরাফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্থার নির্বাহী চেয়ারম্যান আহমেদ পিপুল, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. মো. সাইফুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল হক, সংস্থার নির্বাহী সদস্য জেসমিন জাহান মুন। আরও বক্তব্য দেন কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আল্উাদ্দীন সর্দার ও প্রধান শিক্ষক আহসান হাবীব। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজু আহমেদ ও প্রশিক্ষণ কো-অর্ডিনেটর এইচ.এম. ইমরান।
এ প্রকল্পের আওতায় কম্পিউটার ও ড্রাইভিং দুই ব্যাচ করে মোট ৪ ব্যাচে ১২০ জন প্রশিক্ষণ নিচ্ছেন।