গুলি করে হত্যার হুমকি ও মারধরের অভিযোগ ২ এসআইর বিরুদ্ধে

এসআই তারিকুল ইসলাম ও রাকিবুল ইসলাম। ফাইল ছবি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ২১:৩৬ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ | ০৩:৩৬
মানিকগঞ্জের সিংগাইর থানার এক এসআইর বিরুদ্ধে গাড়িচালককে গুলি করে হত্যার হুমকি ও আরেক এসআইর বিরুদ্ধে এক চা বিক্রেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ভুক্তভোগীরা মানিকগঞ্জ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
সিংগাইর উপজেলার ধল্লা পুলিশ ক্যাম্পের ইনচার্জের ব্যক্তিগত গাড়িচালক জীবন হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ১১ অক্টোবর মধ্যরাতে ধল্লা নয়াপাড়া গ্রামে ভেকু দিয়ে চারটি বসতবাড়ি ও কারখানা ভাঙচুর করা হয়। এর আগে এসআই তারিকুল ইসলাম ভাঙচুরের ঘটনায় জড়িতদের সঙ্গে দেখা করেন এবং আনন্দ-ফুর্তি করেন। তারিকের সন্দেহ, জীবন তাঁর বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়েছেন।
এ কারণে গত ৩১ অক্টোবর ধল্লা পুলিশ ক্যাম্পের সামনে জীবনকে দেখামাত্র অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও ক্ষিপ্ত হয়ে মারতে আসেন এসআই তারিক। একপর্যায়ে তাঁর হাতে থাকা পিস্তল দিয়ে জীবনকে হত্যার হুমকি দেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে জীবনকে রক্ষা করেন। চলে যাওয়ার সময় তারিক হুমকি দিয়ে বলেন, জীবনকে যেখানেই পাবেন সেখানেই গুলি করে হত্যা করা হবে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ১ নভেম্বর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন।
ধল্লা পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ঘটনার পর জীবনকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এসআই তারিক বলেন, লিখিত অভিযোগ তদন্ত করলেই প্রকৃত সত্য বের হয়ে আসবে।
অপর দিকে এসআই রাকিবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ধল্লা পুলিশ ক্যাম্পসংলগ্ন চা দোকানদার মো. শামীম। তিনি অভিযোগ করেন, গত ২৯ অক্টোবর সন্ধ্যার দিকে তাঁর বাবা দোকান চালাচ্ছিলেন। এ সময় রাকিবুল ১৯০ টাকার বিভিন্ন জিনিসপত্র কেনেন। চলে যাওয়ার সময় টাকা চাইলে তাঁর বাবাকে পায়ের জুতা খুলে বেদম মারধর করেন। বিষয়টি থানা পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে চেষ্টা করেও এসআই রাকিবের বক্তব্য পাওয়া যায়নি।
মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদ খান জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।