নদীর গল্প শোনার আসর

ছবি: সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ২৩:০৬ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ | ০৫:০৬
নদীর সঙ্গে মানুষের আত্মার সম্পর্ক আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার গাজীপুরে নদীর গল্প শোনার এক আসরে এমন মন্তব্য করেন তিনি।
শহরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে সকালে অনুষ্ঠানটি শুরু হয়। যৌথভাবে এর আয়োজন করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা)। এতে প্রধান আলোচক ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘নদী জীবন্ত সত্তা। নদীকে আমরা মানুষের মতো জীবন্ত মনে করব। নদীকে বাঁচাতে না পারলে নিজেরাও বাঁচতে পারব না। নদীকে আমরা মেরে ফেলতে পারি, কিন্তু সৃষ্টি করতে পারি না।’
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, শিল্পায়নের ফলে নদী দখল ও দূষণ বেড়েছে। নদী নিয়ে সরকারি আইনকানুন অনেক বেশি শক্তিশালী। তবে এর মধ্যেও দখল ও দূষণ হচ্ছে। এ জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে নতুন প্রজন্ম চরম ক্ষতির মুখোমুখি হবে।
সভাপতির বক্তব্যে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, ‘আমরা যদি ভালো না থাকি প্রকৃতিও ভালো থাকে না। আবার প্রকৃতি ভালো না থাকলে আমরা ভালো থাকি না।’ তাই প্রকৃতি ও নদীকে ভালোবেসে রক্ষার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হন গ্লোবাল এনভায়রনমেন্ট সেন্টারের রিভার কেয়ার ম্যানেজার ড. কালিদ দাসান। তিনি জলবায়ু পরিবর্তন, মানবজাতির জন্য নদীর গুরুত্ব ও নদীর স্বাস্থ্য নিয়ে কথা বলেন।
বিষয়ভিত্তিক আলোচনায় গাজীপুরের ১৮টি নদীর পরিচয় তুলে ধরেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যাপক আসীম বিভাকর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন।