ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

আনোয়ারায় বাসে আগুন

আনোয়ারায় বাসে আগুন

ছবি: সমকাল

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ০৪:৪৭ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১০:৪৭

বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি দলের দ্বিতীয় দফায় ডাকা অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামের আনোয়ারায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি (চট্র মেট্রো জ-১১০৭২৬) সম্পূর্ণ পুড়ে গেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৬ নভেম্বর) ভোর ৫টার উপজেলার চাতরী চৌমহনী বাজারের ট্রাফিক পুলিশ বক্সের পাশে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মংচং মারমা জানান, চাতরী চৌমহনী বাজার এলাকায় বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, চাতরী চৌমহনী বাজারের ট্রাফিক বক্স এলাকায় মসজিদের পাশে একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় মসজিদে নামাজ পড়তে আসা লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি নিয়ে যায়। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, ‘সোমবার ভোরে কিছু দুর্বৃত্ত হঠাৎ একটি বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় থানায় মামলা হবে।’

আরও পড়ুন