ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

ড্যাফোডিল ইউনিভার্সিটির অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ

ড্যাফোডিল ইউনিভার্সিটির অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ০৫:১১ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১৪:৫০

সাভারের আশুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাকাডেমিক কার্যক্রম ১৬ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়।

ক্যাম্পাস-সংলগ্ন চানগাঁও এলাকার বাসিন্দাদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ৬ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত শুধু আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন