বগুড়ায় মহাসড়কে লরিতে আগুন

লরিতে আগুন
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ০৭:১২ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১৩:৪৫
বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ীতে রাস্তায় দাঁড়িয়ে থাকা পানিবাহী একটি লরিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-রংপুর মহাসড়ক ফোর লেনে উন্নীত করার কাজ চলছে। সিপিসিএল কন্সট্রাকশনের একটি পানিবাহী লরি সড়কে পানি ছিটানোর কাজ করছিল। বেতগাড়ী এলাকায় রাস্তায় দাঁড়িয়ে ছিল লরিটি। বেলা সাড়ে ১১টার দিকে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত লরিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
লরির চালক হাফিজুর রহমান বলেন, সড়কে পানি দিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এ সময় কয়েকজন যুবক সুজাবাদ এলাকার দিকে থেকে এসে গাড়ি লক্ষ্য করে কিছু একটা নিক্ষেপ করে পালিয়ে যায়। এরপরই বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে। আগুনে ইঞ্জিনসহ পুরো অংশ পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
শাজাহানপুর থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম বলেন, আগুন লাগার সময় বিকট শব্দ শুনতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্বৃত্তদের শনাক্তের কাজ চলছে।
- বিষয় :
- আগুন