ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

বগুড়ার আজিজুল হক কলেজের ফটকে ছাত্রদলের তালা 

বগুড়ার আজিজুল হক কলেজের ফটকে ছাত্রদলের তালা 

ছবি: সংগৃহীত

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ০৭:৪৫ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১৩:৪৬

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনের সর্বাত্মক অবরোধের শেষ দিনে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ফটকগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘রাষ্ট্র মেরামতের কাজ চলতেছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ লেখা সম্বলিত একটি ব্যানার টানিয়ে দেন তারা।

সোমবার সকালে শহরের কামাড়গাড়িতে স্নাতক-স্নাতকোত্তর ভবন ও ফুলবাড়িতে উচ্চ মাধ্যমিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এতে কলেজ শাখা ছাত্রদলের নেতা সন্ধান সরকার নেতৃত্বে দেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তালা ঝুলিয়ে দেওয়ার পর প্রধান ফটকটি কিছুক্ষণ বন্ধ ছিল। পরে সকাল সাড়ে ৭টার দিকে ফটকের তালা ভেঙে যাতায়াতের ব্যবস্থা করে দেন কলেজের নিরাপত্তা প্রহরীরা।  

তালা দেওয়ার কথা স্বীকার করে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল নেতা সন্ধান সরকার বলেন, এক দফা দাবিতে আজিজুল হক কলেজের ফটকগুলোতে তালা ঝুলিয়েছি। খালেদা জিয়ার মুক্তি দিয়ে অতিদ্রুত একটি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাবো।

সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. সবুর উদ্দিন বলেন, কোরো দলই সাধারণ শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ নষ্ট করার অধিকার রাখেনা৷ কেউ যদি চোরাগোপ্তাভাবে কোনো কর্মসূচি পালন করে, সেটা তাদের ব্যাপার। তবে কলেজের ফটকে কোনেরা তালা বা ব্যানার আমি দেখিনি৷

whatsapp follow image

আরও পড়ুন

×