সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য মো. আমজাদ হোসেন। ছবি: সমকাল
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ০৯:৪১ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১৬:৫০
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে নাশকতা মামলায় উপজেলার পোড়াপাড়ার নিজ ইট-ভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আমজাদ হোসেনের বাড়ি উপজেলার হিন্দা গ্রামে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নাশকতা মামলার আসামি মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. আমজাদ হোসেন নিজ ইট-ভাটায় রয়েছেন বলে খবর পাওয়ায় যায়। অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।