ঢাকা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

বিদেশি পিস্তল-গুলিসহ ২ যুবক গ্রেপ্তার

বিদেশি পিস্তল-গুলিসহ ২ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার রবিন ও  ডালিম। ছবি: সমকাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ০৯:৪১ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১৫:৪১

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দুইটি বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল। এর আগে গত ৫ নভেম্বর ফতুল্লার নূরবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজনের নাম হল খালিদ হাসান রবিন (৩৪) ও  ডালিম (২৮)। এর মধ্যে রবিন ফতুল্লার কুতুবআইল এলাকার প্রয়াত মোবারক হোসেনের ছেলে এবং ডালিম সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। 

এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান, গত ৫ নভেম্বর ফতুল্লার নূরবাগ (কুতুবপুর) গ্রাম থেকে খালিদ হাসান রবিনকে আটক কর হয়। পরে তল্লাশিকালে তার কোমরের পেছন থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি ৭ পয়েন্ট ৬২ বোরের বিদেশি পিস্তল, পকেট থেকে ৩২ রিভালবারের দুই রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে, ভূঁইঘর গ্রামের সাইনবোর্ডগামী রাস্তা  থেকে ডালিমকে আটক করা হয়। এরপর তার কাছ থেকে ৭ পয়েন্ট ৬৫ বোরের বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগজিন, দুই রাউন্ড ৩২ বোরের রিভালবারের গুলি, এক রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি, তিন রাউন্ড ৩০৩ রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

এসপি গোলাম মোস্তফা রাসেল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, খালিদ হাসান রবিনের বিরুদ্ধে দুইটি অস্ত্র ও ছয়টি মাদক মামলাসহ মোট ৮টি মামলা এবং মো. ডালিমের বিরুদ্ধে অপহরণ ও মাদক মামলাসহ ছয়টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলার প্রক্রিয়া চলেছে।

এসপি বলেন, এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে। নির্বাচনকে সামনে রেখে ও চলমান সহিংস পরিস্থিতিতে আমাদের অস্ত্র উদ্ধার অভিযান চলছে।

whatsapp follow image

আরও পড়ুন

×