ইলিশের জালে ধরা পরল ১৪ কেজির পাঙাশ

মাছসহ জেলে মানিক মিয়া। ছবি: সমকাল
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ১০:০০ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১৬:০০
পটুয়াখালীর কুয়াকাটায় ধরা পড়েছে ১৩ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ। সোমবার সকালে রাঙ্গাবালী এলাকার জেলে মানিক মিয়ার ইলিশের জালে মাছটি ধরা পড়ে।
কুয়াকাটা মেয়র বাজারের মুন্নি ফিসের আড়তে উঠালে নিলাম ডাকে আনোয়ার হাওলাদার নামে এক মৎস্য ব্যবসায়ী ৭০০ টাকা কেজি ধরে নয় হাজার ৭৩০ টাকায় মাছটি কিনে নেন।
জেলে মানিক মিয়া বলেন, একটি মাছেই অনেক দাম পাওয়ায় খুশি হয়েছি। কুয়াকাটায় নিয়ে এসে ১০ হাজার টাকায় বিক্রি করেছি।
ক্রেতা মো. আনোয়ার হাওলাদার বলেন, অনেক বড় হওয়ায় মাছটি বেশ সুস্বাদু হবে। তাই বেশি দাম হলেও কিনে নিয়েছি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞার পাশাপাশি প্রজনন বৃদ্ধিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ফলে ইলিশের পাশাপাশি এখন পাঙাশসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেরা লাভবান হওয়ার সম্ভাবনা হচ্ছে।