ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

স্কুলছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২

স্কুলছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ১০:৫৯ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১৮:২৫

চুয়াডাঙ্গায় স্কুলছাত্র আবু হুরায়র হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ২ জনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসুদ আলী এ রায় দেন। 

সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গোরস্তানপাড়ার মোমিন, স্কুলপাড়ার পারভজে আহম্মেদ ও কুটিপাড়ার আশরাফুজ্জামান ওরফে রিজন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২২ সালের ১৯ জানুয়ারি তালতলা গোরস্তানপাড়ার আব্দুল বারেকের ছেলে আবু হুরায়র প্রাইভেট পড়তে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে মোমিনসহ কয়েকজনকে আসামি করে সদর থানায় অপহরণ মামলা করেন। পুলিশ মোমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যা ও মরদেহ গুমের কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কবর খুঁড়ে আবু হুরায়রের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে মোমিনকে সহায়তা করেন পারভজে আহম্মেদ ও আশরাফুজ্জামান ওরফে রিজন। তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক মিজানুর রহমান তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোমিনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। আশরাফুজ্জামান ওরফে রিজন ও পারভজে আহম্মেদ ১৪ বছর করে কারাদণ্ড দেন। 

আরও পড়ুন