ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক-সদস্যসচিবসহ গ্রেপ্তার ৪

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক-সদস্যসচিবসহ গ্রেপ্তার ৪

গ্রেপ্তার ছাত্রনেতারা। ছবি: সমকাল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ১১:৪৩ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১৮:২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উপজেলার দাউদপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছাত্রনেতারা হলেন- উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ, রূপগঞ্জ থানা ছাত্রদলের সদস্যসচিব মাসুদুর রহমান, ভুলতা ইউনিয়ন ছাত্রদল নেতা আরিফ ও তাওহীদ। 

এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, গ্রেপ্তার ছাত্রনেতারা রূপগঞ্জে কাভার্ড ভ্যানে আগুন, আড়াইহাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ঢাকায় নাশকতার সঙ্গে জড়িত ছিলেন। সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

whatsapp follow image

আরও পড়ুন

×