তালাবদ্ধ ঘরে পড়ে ছিল নওমুসলিম গৃহবধূর মরদেহ
প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ১২:২১ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১৮:৪৯
কুড়িগ্রামের চিলমারীতে আমেনা বেগম (২৩) নামে এক নওমুসলিম গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার জোড়গাছ বাজার সংলগ্ন নন্দীর মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
স্থানীয়রা জানান, ২০১৫ সালে আমেনা বেগম ধর্মান্তরিত হন। তার পর থেকে তিনি আলাদা থাকতেন। তার বাবার নাম শ্রী জ্ঞানচাঁদ। ১৭ দিন আগে উলিপুর উপজেলার সাবেক বিজিবি সদস্য শাহাবুদ্দিনের সঙ্গে বিবাহ তার বিয়ে হয়। বিয়ের পর থেকে নন্দীর মোড় এলাকায় নিজ বাড়িতে স্বামীকে নিয়ে থাকতেন। সোমবার বিকেলের দিকে স্থানীয়রা তালাবদ্ধ ঘরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এদিকে দুই দিন আগে তার স্বামী ঢাকায় যান। তবে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেছুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।