ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

অবরোধে বিএনপি-পুলিশ সংঘর্ষ: ৬ দিন পর জামিন পেলেন ব্রিটিশ নাগরিক

অবরোধে বিএনপি-পুলিশ সংঘর্ষ: ৬ দিন পর জামিন পেলেন ব্রিটিশ নাগরিক

ব্রিটিশ নাগরিক মোহাম্মদ ইলিয়াস মুকিত। ফাইল ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ১৪:৫২ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ২০:৫৩

কুমিল্লায় বিএনপির ডাকা প্রথম ধাপের অবরোধের সময় বিএনপি-পুলিশ সংঘর্ষে দায়ের করা মামলায় গ্রেপ্তার ব্রিটিশ নাগরিক মোহাম্মদ ইলিয়াস মুকিত ৬ দিন পর জামিন পেয়েছেন। সোমবার কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দীন তার জামিন মঞ্জুর করেন। এর আগে ৩১ অক্টোবর তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ইলিয়াস লন্ডনের ডিউজবার্গ শহরের বাসিন্দা। তিনি জন্ম সূত্রে ব্রিটেনের নাগরিক। তার বাবা মো. আব্দুল মুকিত কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার বাসিন্দা।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২৯ অক্টোবর অবরোধের দিন কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় বিএনপি-পুলিশ সংঘর্ষ হয়। পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেলে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার এসআই জীবন কৃষ্ণ মজুমদার বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে আরও ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় আসামি করা হয় ব্রিটিশ নাগরিক ইলিয়াসকেও। 

আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আগে দুই বার জামিন আবেদন করা হলেও তা নামঞ্জুর করেন আদালত। শুনানির পর সোমবার তার স্থায়ী জামিন দিয়েছেন আদালত। 

মুকিতের খালাতো ভাই আবদুল গফফার রুবায়েদ বলেন, ইলিয়াস জন্ম সূত্রে ব্রিটেনের নাগরিক। ২০২৭ সাল পর্যন্ত তার ভিসার মেয়াদ আছে। তিনি (মুকিত)  ঘটনাস্থলে না থাকলেও তাকে আসামি করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, তদন্তে অবরোধের দিন ঘটনাস্থলে ইলিয়াসের না থাকার প্রমাণ পাওয়া গেলে অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে। এখনই এর বেশি কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন