গাজীপুরে শান্তি সমাবেশে সংঘর্ষে জড়ালেন কর্মীরা

শান্তি সমাবেশ আওয়ামী লীগে কর্মীদের মধ্যে সংঘর্ষ। ছবি: সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ১৪:৫৯ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ২০:৫৯
গাজীপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমানা আলী টুসীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির প্রতিবাদে শান্তি সমাবেশ করতে এসে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়।
সোমবার দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাড়কের মাওনা ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরালও হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে মাওনা চৌরাস্তায় কিছু কর্মী-সমর্থক নিয়ে শান্তি সমাবেশ করেন সংরক্ষিত নারী আসনের সদস্য রুমানা আলী টুসী। সমাবেশ শেষ করে তিনি গাড়িতে ওঠার পরপরই তাঁর কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। নেতাকর্মীর ভিড়ের মধ্যে উপজেলা শ্রমিক লীগের কর্মী মো. মনিরুজ্জামানকে ধাক্কা দেন পৌর যুবলীগ কর্মী ফারুক আহমেদ। মনিরুজ্জামান প্রতিবাদ করলে শুরু হয় হাতাহাতি। পরে মনিরুজ্জামান ও ফারুক সমর্থিত নেতাকর্মীর মধ্যে চেয়ার ছোড়াছুড়ি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় ব্যস্ততম মাওনা চৌরাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক দোকানপাট বন্ধ করে নিরাপদে সরে যান ব্যবসায়ীরা। মনিরুজ্জামান বলেন, আমাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে।