ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

মিতু হত্যা মামলা

এক দিনে ২ পুলিশ সদস্যসহ ১০ জনের সাক্ষ্য গ্রহণ

এক দিনে ২ পুলিশ সদস্যসহ ১০ জনের সাক্ষ্য গ্রহণ

মাহমুদা খানম মিতু - ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ১৬:৪৩ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ২২:৪৩

চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় চার স্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করার সময় উপস্থিত থাকা আটজনসহ ১০ জন সোমবার সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে দু’জন পুলিশ সদস্য রয়েছেন।

চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।

সাক্ষীরা হলেন ভিডিও ফুটেজ সংগ্রহ করা এএসআই নজরুল ইসলাম ও কনস্টেবল মিল্টন দে, ইপিক হেলথ কেয়ারের প্রকৌশলী সোহেল রানা, ম্যানেজার তারেক হোসেন, জুমাইরা হোল্ডিংস কাতালগঞ্জের ম্যানেজার আতিক হাসান, কেয়ারটেকার সাহাব উদ্দিন, হোটেল ওয়েল পার্কের ম্যানেজার মঈনুল হাসান, কর্মকর্তা বিশ্বনাথ দাশ, ওয়েল ফুডের আইটি অফিসার শহীদুল আলম ও কর্মচারী আলাউদ্দিন।

এ নিয়ে মিতু খুনে মোট ৩২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ২৮ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

আসামিপক্ষ সাক্ষীদের জেরাও করেছে বলে জানান আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় মিতুকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। 

আরও পড়ুন