ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন

ছাত্রলীগ নেতা ৫৭ সেকেন্ডে নৌকায় মারলেন ৪৩ সিল

ছাত্রলীগ নেতা ৫৭ সেকেন্ডে নৌকায় মারলেন ৪৩ সিল

আজাদ হোসেন। ছবি-সমকাল

 লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ১৬:৫৯ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ২৩:২৮

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে প্রকাশ্যে ছাত্রলীগের সাবেক এক নেতার নৌকা প্রতীকে সিল মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ভোটকেন্দ্রে বসে অনবরত একাধিক ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারছেন তিনি। নির্বাচনের পরদিন সোমবার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ওই আসনে সুষ্ঠু ভোট নিয়ে প্রশ্ন উঠেছে।

৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ভোটকক্ষে বসে এক ব্যক্তি ব্যালট পেপারে অনবরত নৌকা প্রতীকে সিল মারছেন। তাঁর গলায় ঝুলছে নৌকা প্রতীকের কার্ড। এ সময় তাঁকে ৪৩টি ব্যালটে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়। আর এ কাজে তাঁকে সহযোগিতা করছেন কক্ষে থাকা আরেকজন।

জানা গেছে, একাধিক সিল মারা ব্যক্তির নাম আজাদ হোসেন। গত রোববার তিনি সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বসে নৌকায় সিল মারেন। চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন আজাদ। গত অক্টোবর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।

এদিকে ভোট গ্রহণের দিন দুপুরে জাতীয় পার্টির রাকিব হোসেন ও জাকের পার্টির সামছুল করিম খোকন সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। জাল ভোট ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তুলে ভোট বর্জন করেন তারা। প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে সামছুল করিম বলেন, রোববার সকাল ৯টার পর যখন ভোটারদের উপস্থিতি কমে যায়, তখন থেকে নৌকার প্রার্থীর লোকজন গোলাপ ফুল ও লাঙ্গলের এজেন্ট বের করে দেন এবং জাল ভোট ও প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা শুরু করেন। ছড়িয়ে পড়া ভিডিওটি তার প্রমাণ।

ভিডিওর বিষয়ে কথা বলার জন্য আজাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর-৩ আসনের বিজয়ী প্রার্থী নৌকা প্রতীকের গোলাম ফারুক প্রসঙ্গ এড়িয়ে যান। তিনি বলেন, পরাজিত প্রার্থীরা আবোলতাবোল কথা বলেছেন। সব কেন্দ্রেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। তিনি জনগণের ভোটে বিজয়ী হয়েছেন।

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘ভিডিওটি দেখেছি। এ বিষয়ে কেউ যদি অভিযোগ করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এখনও কেউ অভিযোগ করেনি।’

গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা যান। ৩ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।


 

আরও পড়ুন