রামগতিতে জ্বর-সর্দিতে আক্রান্ত যুবকের মৃত্যু
-samakal-5ea50f400da4e.jpg)
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০ | ২২:৩৪
লক্ষ্মীপুরের কমলনগরে করোনাভাইরাসের জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মো. জসিম উদ্দিন (৩২)। রোববার ভোরে উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
মৃত জসিম ওই এলাকার আব্দুল অদুদ মেস্তরীর ছেলে। তিনি স্থানীয় খায়েরহাট বাজারের ব্যবসায়ী ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার জানান, গত ১০-১২ দিন ধরে জসিম জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এক সপ্তাহ আগে তিনি স্থানীয় এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের কাছে চিকিৎসার জন্য যান। উপসর্গ দেখে ওই সময় চিকিৎসক তাকে করোনা পরীক্ষার পরামর্শ দিলেও তিনি তা করেননি। পরে রোববার ভোরে শ্বসকষ্ট বেড়ে গেলে জসিম মারা যান।
তিনি বলেন, করোনা পরীক্ষার জন্য জসিমের মরদেহের নমুনা সংগ্রহ করতে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম তার বাড়িতে যাচ্ছে।
রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনায় মৃত ওই যুবকের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।
- বিষয় :
- লক্ষ্মীপুর
- করোনাভাইরাস