ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

ধামরাইয়ে চার চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন

ধামরাইয়ে চার চুল্লি  গুঁড়িয়ে দিল প্রশাসন

ধামরাইয়ের গাঁওতারায় সোমবার কয়লা তৈরির অবৈধ কারখানার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয় -সমকাল

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ১৮:২৯ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ | ০০:২৯

ঢাকার ধামরাইয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ একটি কারখানার চারটি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল সোমবার বিকেলে উপজেলার যাদবপুর ইউনিয়নের গাঁওতারা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী।

গাঁওতারা এলাকায় গুঁড়িয়ে দেওয়া অবৈধ কয়লা কারখানাটির মালিক স্থানীয় নূরুল হক। কারখানার অনুমোদন না থাকার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, এতে পরিবেশের তেমন ক্ষতি হয় না। অন্য কাজ না থাকায় বিভিন্ন এলাকা থেকে গাছের ডালপালা কিনে পুড়িয়ে কয়লা তৈরি করেন। ওই কয়লা বিক্রির টাকায় কোনোমতে সংসার চালিয়ে আসছেন। এর আগেও প্রশাসনের অভিযানে আরও দুইবার কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই স্থানীয় কয়েক ব্যক্তি কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করতেন। এতে পরিবেশ দূষিত হয়। সংবাদ পেয়ে সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গাঁওতারা এলাকার একটি কারখানার ৪টি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য এলাকার সব অবৈধ কয়লা কারখানায় অভিযান চালাবেন। এ ছাড়া তিনি গাঁওতারা বংশী নদী থেকে বালু তোলার অপরাধে অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ছয়-সাত বছর ধরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ধামরাইয়ের গোলাকান্দা, রঘুনাথপুর, গাঁওতারা, বাস্তা, বালিয়া ও টেটাইল এলাকায় এমন কারখানা বসিয়ে কয়লা তৈরি করছেন। সব মিলিয়ে এমন চুল্লির সংখ্যা ৪১টি। এতে নির্গত ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। এ ছাড়া স্থানীয় লোকজন শ্বাসকষ্ট, কাশিসহ নানা সমস্যায় ভুগছেন। এ নিয়ে সমকালে একাধিকবার সচিত্র সংবাদ প্রকাশিত হয়েছে। প্রশাসনও কয়েক দফায় চুল্লি গুঁড়িয়ে দিয়েছে। 

আরও পড়ুন