ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

বাবা ছেলে মেয়ে কিনলেন আ’লীগের মনোনয়ন ফরম

বাবা ছেলে মেয়ে কিনলেন আ’লীগের মনোনয়ন ফরম

.

 নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ও ফুলবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ০০:১৮

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান অ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি এবং তাঁর এক ছেলে, এক মেয়েসহ বেশ কয়েকজন। এমপি পরিবারের তিনজন দলের মনোনয়ন ফরম কেনায় পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মোসলেমের ছেলে ইমদাদুল হক সেলিম ও মেয়ে সেলিমা বেগম মনোনয়ন ফরম কিনেছেন। সেলিম উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। এদিকে মোসলেমের ছোট মেয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ফারজানা শারমিন বিউটি সংরক্ষিত আসনে এমপি হতে চান।
সেলিম উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় ক্ষুব্ধ মোসলেম দলীয় কোনো কর্মসূচিতে যান না। অন্যদিকে দলীয় কার্যালয় এমপি দখল করে রেখেছেন বলে অভিযোগ সেলিমের। তাঁর অভিযোগ আছে বোন বিউটিকে নিয়েও। বিউটি বাবাকে নিজের ‘জিম্মায়’ রেখে সংরক্ষিত আসনে এমপি হতে মাঠ গোছাচ্ছেন বলে অভিযোগ সেলিমের।

এই আসন থেকে ১৯৭০ সালে গণপরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অ্যাডভোকেট মোসলেম উদ্দিন। ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে এমপি হয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে। দীর্ঘদিন এমপি থাকায় এলাকায় ব্যাপক উন্নয়ন হবে মানুষ এমনটি প্রত্যাশা করলেও তাদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এলাকায় দলীয় কার্যক্রমও চলে পৃথকভাবে। গত বছর ফেব্রুয়ারিতে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। মূলত ওই সম্মেলনের পর এমপির পরিবারে বিরোধ তৈরি হয়। সেলিম সভাপতি হলে তা মেনে নিতে পারেননি তাঁর বাবা ও বোন। সেলিম ও সেলিমা বেগমকে বাসা থেকে বের করে দিয়েছেন মোসলেম। ছোট মেয়ে বিউটি আছেন তাঁর সঙ্গে। সেলিম উপজেলা আওয়ামী লীগ নিয়ে নিজের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রাজ্জাকও দলীয় মনোনয়ন কিনেছেন। সেলিমা বেগম বলেন, ‘বাবার পাশাপাশি মনোনয়ন চাইতেই পারি। আওয়ামী লীগকে সুসংগঠিত করতে এবং নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে নারী ভোটারদের নিয়ে কাজ করে যাচ্ছি।’ ইমদাদুল হক সেলিম বলেন, ‘সম্মেলনে আমি সভাপতির দায়িত্ব পেয়েছি, এমপির সন্তান হিসেবে নয়, যোগ্যতার ভিত্তিতে। 

এমপি মোসলেম উদ্দিন বলেন, ‘আমার পরিবার হলো আওয়ামী পরিবার। আমি সন্তানদের জানিয়ে দিয়েছি এবারও নির্বাচন করব।’
গতকাল সোমবার পর্যন্ত এই তিনজন ছাড়াও ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাডভোকেট গোলাম সারোয়ার খান জাকির দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল আজিজ। এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু তাঁর দলের মনোনয়ন ফরম কিনেছেন।

আরও পড়ুন