ফরম নিয়ে সাবেক রাষ্ট্রপতি হামিদের দোয়া নিলেন ছেলে
কিশোরগঞ্জের পাঁচ আসনে আ.লীগের একাধিক মনোনয়নপ্রত্যাশী

সাবেক রাষ্ট্রপতির হাতে ছেলের মনোনয়ন ফরম। ছবি-সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ০৪:৪৩
আসন্ন সংসদ নির্বাচনে তপশিল ঘোষণার পর গত শনিবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কিশোরগঞ্জে মোট ছয়টি আসনের মধ্যে একটি বাদে পাঁচটিতেই একাধিক প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ছেলে রাসেল আহমেদ তুহিন। শনিবারই দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। গতকাল সোমবার তুহিন কর্মী-সমর্থকদের নিয়ে ঢাকায় বাবা আবদুল হামিদের সঙ্গে দেখা করে তাঁর দোয়া নিয়েছেন।
জানা গেছে, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বর্তমানে এমপি প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সন্তান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এখানে তাঁর বাইরে অন্য কোনো প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বর্তমান এমপি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। সেখানে তাঁর বাইরে ঢাকায় আইন পেশায় নিয়োজিত আব্দুল হামিদ নামে একজন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বর্তমান এমপি শহীদ সৈয়দ নজরুল ইসলামের সন্তান সৈয়দা জাকিয়া নূর লিপির বাইরে তাঁর বড় ভাই মেজর জেনারেল (অব.) সাফায়েতুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিয়ুর রহমান হুমায়ুন, রাসেল আহমেদ তুহিনসহ মোট পাঁচজন সংগ্রহ করেছেন মনোনয়ন ফরম। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বর্তমানে এমপি সাবেক আইজিপি নূর মোহাম্মদ। তার বাইরে মনোনয়ন ফরম নিয়েছেন আরও সাতজন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বর্তমানে এমপি জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু। একাদশ সংসদ নির্বাচনে সমঝোতার কারণে এখানে আওয়ামী লীগ প্রার্থী দেয়নি। এবার সমঝোতার বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছয়জন। এর মধ্যে সাবেক রাষ্ট্রপতি হামিদের শ্যালক অধ্যাপক আ ন ম নৌশাদ খান রয়েছেন।
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বর্তমান এমপি আফজাল হোসেন। এখানে তাঁর বাইরে মনোনয়ন ফরম কিনেছেন ছয়জন। জানা গেছে, এই আসনে এমপি আফজালের বিরুদ্ধে বাকি সব প্রার্থী একাট্টা। তাদের প্রধান দাবি প্রার্থী পরিবর্তন। আফজালের পরিবর্তে যে কোনো একজনকে দল মনোনয়ন দিলেই সবাই খুশি।